৬১ অর্থ বছর থেকে বিএডিসি ৩১,০০০ মে. টন সার দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করে। ২০০৬-০৭ অর্থ বছর হতে বিএডিসি পুনরায় নন-ইউরিয়া সার (টিএসপি, ডিএপি , এমও পি) আমদানি, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি, সারা বাংলাদেশের ২১টি অঞ্চলের ৪৮টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নন-ইউরিয়া (টিএসপি, ডিএপি , এমও পি) সার বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিএডিসি’র ১১২টি সার গুদাম রয়েছে যার সর্বমোট ধারণক্ষমতা ১,৫২,৭৬৬মে. টন। বিএডিসি ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে যথাক্রমে ৯.৮৮ লক্ষ মে.টন, ৯.০০ লক্ষ মে.টন এবং ৯.৯০ লক্ষ মে.টন নন-ইউরিয়া সার বিতরণ সম্পন্ন করেছে।
সারব্যবস্থাপনাউইংএরপ্রধানকার্যক্রমএবংকার্যাবলী
নন-ইউরিয়া সারের বাফার মজুদ রক্ষা করা;
সারের প্রাপ্যতা, সারের মান নিয়ন্ত্রণ ও সার আইন প্রয়োগ কার্যক্রম মনিটরিং করা;
সরকারী ও বেসরকারী খাতের অধীনে নন-ইউরিয়া সার আমদানি কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগীতা ও পরামর্শ প্রদান;
সার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করা।