১. বিএডিসি কতৃর্ক আমদানীকৃত সার সঠিক সময়ে নির্ধারিত মূল্যে কৃষকের দোরগোড়ায় পৌছানো।
২. সার বিপনন করে দেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখা।
৩. সার ডিলারদের বরাদ্দ অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা।
৪. কিশোরগঞ্জ অঞ্চলে ৩টি বিক্রয় কেন্দ্রের নিবন্ধন প্রাপ্ত সার ডিলারের মাধ্যমে কৃষকদের প্রত্যন্ত অঞ্চলেও সার প্রাপ্তি সহজলভ্য করা।
ক্রমিক নং | সেবার নাম | সেবাদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান | সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময় সীমা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল) |
১ | বিএডিসি’র সার ডিলার হিসেবে নিবন্ধন প্রদান |
ক) নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি। খ) আবেদন যাচাই বাছাই। গ) লাইসেন্স প্রদান। |
ক) নির্ধারিত ফরমে আবেদন। খ) জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ সম্বলিত কার্যবিবরণী। গ) সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি। গ) হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি। ঘ) আয়কর/ ভ্যাট প্রদানের সত্যায়িত কপি। ঙ) বীজ ডিলার এসোসিয়েশনের সদস্য ভুক্তির সত্যায়িত কপি। চ) গুদাম সত্বের সত্যায়িত কপি। |
২৫০০০/- টাকার ডিডি/পে-অর্ডার |
৩০ কার্য দিবস | যুগ্ম পরিচালক (সার) বিএডিসি দপ্তর |
২ | বিভিন্ন প্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্ধ অনুযায়ী নন ইউরিয়অ সার (টিএসপি, এমওপি ও ডিএপি) সরবরাহ
|
ক) প্রস্তাব প্রাপ্তি খ) বরাদ্ধপত্র জারী ও সরবরাহ |
কৃষি মন্ত্রনালয় প্রদত্ত বরাদ্দ অনুযায়ী | সরকার নির্ধারিত ভর্তুকী মূল্য | মজুদ থাকা সাপেক্ষে ৩/১০ কর্মদিবস | সংশ্লিষ্ট সহকারী পরিচালক (সার) এর দপ্তর, বিএডিসি। |
৩ | কৃষি মন্ত্রনালয় প্রদত্ত বরাদ্দ অনুযায়ী ডিলার পর্যায়ে নন ইউনিয়া সার (টিএসপি, এমওপি ও ডিএপি) সরবরাহ | জেলা প্রশাসকের উপ বরাদ্দ অনুযায়ী বিএডিসি'র সার বিক্রয় কেন্দ্রের মাধ্যমে | - | সরকার নির্ধারিত ভর্তুকী মূল্য | জরুরী ভিত্তিতে সেবা প্রদান | বিএডিসি'র সংশ্লিষ্ট সার বিক্রয় কেন্দ্র |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস